জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর্থ ক্লাব (JUEC)-এর উদ্যোগে ফটোগ্রাফি কনটেস্ট ও এনভায়রনমেন্টাল ট্রেজার হান্ট অনুষ্ঠিত এবং নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৩.০০ টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিশেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইসতিহাক রায়হান। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ক্লাবটির সাবেক সেক্রেটারি জেনারেল নজরুল ইসলাম নাইম। পরে বক্তব্য রাখেন সাবেক অর্গানাইজিং সেক্রেটারি আনজুম শাহরিয়ার। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর পর ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি ও সেক্রেটারি জেনারেল মনোনীত হন যথাক্রমে অনন্যা রহমান প্রিয়ন্তী ও তাসফিয়া অর্ণবি।
প্রচার সম্পাদক পদে আল শাহরিয়ার মুইদ, সাংগঠনিক সম্পাদক পদে সাদিয়া ইসলাম ও ফারাহ তাসনিম নয়েরা এক্স, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে ফারুক ইসলাম, মিডিয়া ও আইটি সম্পাদক পদে নাইমুর রহমান ও যারীন তাসনিমকে দপ্তর সম্পাদক করে কমিটির বাকিদের নাম ঘোষণা করা হয়।
উল্লেখ্য, এই আয়োজনে নতুন নেতৃত্বকে স্বাগত জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা, ভালোবাসা ও দায়িত্ববোধ গড়ে তোলার জন্য তাগিদ দেয়া হয়। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর্থ ক্লাব ভবিষ্যতে এহেন কার্যক্রমের মধ্য দিয়ে টেকসই পরিবেশ গঠনে অবদান রাখবে বলে প্রত্যাশা তাদের।
মন্তব্য