রবিবার, ১০ আগস্ট ২০২৫
 

কাউখালীতে অপহরণের সাত দিন পরেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৫

 ---

কাউখালী ( পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে এসবি  সরকারি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিশু ছাত্রী  অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণের সাত দিন পরেও পুলিশ ভিকটিমকে  উদ্ধার কিংবা আসামিদের  গ্রেফতার কোনটাই করতে পারে নাই।

অপহরণের অভিযোগ বরগুনা জেলার তালতলী উপজেলার পাঁচজনের বিরুদ্ধে কাউখালী থানায় ভিকটিমের মা সুরাইয়া বেগম বাদী হয় মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগ ও থানা পুলিশ সূত্রে জানা যায় ১৩ বছরের শিশু ছাত্রী ভিকটিম কাউখালী সরকারি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে লেখাপড়া করে। বাবা শিয়ালকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হওয়ায়  বিএনপি’র অফিস পোড়ানো মামলার আসামি হিসেবে পলাতক।

এই সুযোগে আসামিদের সাথে  টিকটক এর মাধ্যমে মোবাইলে ভিকটিমের পরিচয় হয়। এই সুবাদে আসামিরা প্রায়ই কাউখালীতে এসে ভিকটিম স্কুলে যাওয়ার পথে ইভটিজিং ও বিবাহের প্রস্তাব দিত। এ বিষয়ে ভিকটিম তার মাকে জানালে ভিক্টিমের মা মেয়ের বয়স কম বলে আসামিদের সতর্ক করে। এর কিছুদিন পর ২ অক্টোবর  আসামিরা সংঘবদ্ধ হয়ে কাউখালী স্বরূপকাঠি সড়কের কচুকাঠি  ভেইলি ব্রিজের সামনের রাস্তা থেকে  দুই অক্টোবর সকালে জোরপূর্বক  অপহরণ করে ইজিবাইক  তুলে নিয়ে যায়। খোঁজাখুঁজি করে মেয়েকে উদ্ধার করতে না পেরে ভিক্টর এর মা কাউখালী থানায় মামলা দায়ের করেন।

কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি মোঃ সোলায়মান বলেন থানায় মামলা হয়েছে ভিকটিম কে উদ্ধার করা সহ আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon