জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের হল কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন ছাত্রলীগ কর্মী রাকিব মাওলা।
শুক্রবার (৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখার আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রদলের কমিটিতে এ নাম দেওয়া হয়।
জানা যায়, রাকিব মাওলা বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের ৫১ ব্যাচের শিক্ষার্থী। তিনি আওয়ামী লীগের পতনের আগে বিশ্ববিদ্যালয়ের আলবেরুনি হলে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করতেন। ফ্যাসিবাদ পতনের আগেও তাকে ছাত্রলীগের মিছিল মিটিংয়ে দেখা গেছে। তবে, তিনি বর্তমানে ছাত্রদলের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে পদ পেয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, আমরা প্রমাণ সংগ্রহ করছি। তদন্ত করে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য