রবিবার, ১০ আগস্ট ২০২৫
 

রাজবাড়ীতে সাংবাদিক তুহিন হত্যার দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৫

---
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধ কর ,করতে হবে এই স্লোগানকে সামনে রেখে  রাজবাড়ী জেলায় কর্মরত সকল সাংবাদিকদের  আয়োজনে শনিবার (০৯ আগস্ট) সকাল সাড়ে ১১ টার সময় রাজবাড়ী  প্রেসক্লাবের সামনের সড়কে প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রির্পোটার সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। তারা গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা ও হত্যা বন্ধে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, চাঁদাবাজি নিয়ে লাইভ করায় এবং অস্ত্রের মহড়ার ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করা হয়েছে, যা দেশের গণমাধ্যম স্বাধীনতা ও নিরাপত্তার জন্য এক গুরুতর হুমকি। এ ধরনের ঘটনা বারবার ঘটলেও দোষীরা অধিকাংশ সময় আইনের আওতার বাইরে থেকে যায়। অবিলম্বে এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে ‘সাংবাদিক নির্যাতন-হত্যা বন্ধ কর, করতে হবে’—এমন শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। কর্মসূচিতে রাজবাড়ী জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকদের অংশগ্রহণে ঘটনাস্থল একজোট প্রতিবাদের মঞ্চে পরিণত হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon