জাবি প্রতিনিধি
প্রশ্ন ফাঁসের দায়ে গতবছরের ১ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার হন রসায়ন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী জাহিদ মোস্তফা। বহিষ্কৃত এ ব্যক্তিও পেয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য পদ।
গত শুক্রবার (৮ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অনুমোদিত জাবি শাখা ছাত্রদলের বর্ধিত আহ্বায়ক কমিটিতে এসেছে এ নাম।
জানা যায়, ২০২৩ সালের ১১ জুন বিশ্ববিদ্যালয়ের রসায়ন ৪৭ ব্যাচের স্নাতক চতুর্থ বর্ষের চূড়ান্ত পরিক্ষার ‘টপিকস ইন বায়োকেমেস্ট্রি’ নামে ৪৩৩ নম্বর কোর্সের পরীক্ষা চলাকালীন উত্তরপত্র নিয়ে প্রবেশ করার অভিযোগে জাহিদ মোস্তফার খাতা বাতিল করা হয়। পরে প্রশ্ন ফাঁসের বিষয়টি আলোচনায় আসলে ১৩ জুন বিভাগ কর্তৃক তদন্ত কমিটি গঠন করা হয়।
এরপর, ৩ সেপ্টেম্বর এক জরুরি সিন্ডিকেট সভায় বিভাগীয় একাডেমিক কমিটির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন বিবেচনা করে জাহিদ মোস্তফাকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া এ ঘটনায় দায়-দায়িত্ব পর্যালোচনাপূর্বক বিস্তারিত প্রতিবেদন প্রদানের জন্য চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। একইসাথে পূর্বের পরীক্ষা কমিটি বাতিল করে নতুন পরীক্ষা কমিটি গঠন করে স্থগিত বাকি পরীক্ষা নেওয়া হয়, পাশাপাশি অভিযুক্ত শিক্ষার্থী জাহিদ মোস্তফার সকল পরীক্ষা বাতিল করা হয়।
পরবর্তীতে, গতবছরের ১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় অভিযুক্ত জাহিদ মোস্তফাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়।
একাধিক সূত্র বলছে, জাহিদ মোস্তফার ছাত্রত্ব ফিরিতে আনার জন্য ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তদবির করছেন।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন, আমি এ বিষয়ে জানতাম না। সকল অভিযোগের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য