জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাহওয়াবি) আবাসিক হলের শিক্ষার্থী না হয়েও পেয়েছেন আবাসিক হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদ। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পোষ্য কোটার ভর্তি হওয়া শিক্ষার্থীরা আবাসিক হলে সিট পান না।
শুক্রবার (৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখার আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত মওলানা ভাসানী হল ছাত্রদলের কমিটিতে এ নাম আসে।
পদ পাওয়া শিক্ষার্থী হলে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি ৫০ ব্যাচের শিক্ষার্থী রাজিব হোসাইন অপি। তিনি পোষ্য কোটার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। জানা যায়, পোষ্য কোটায় ভরহওয়া শিক্ষার্থীদের আবাসিক হলে সিট দেওয়ার নিয়ম নেই। সে হিসেবে রাজিবও পাননি কোন আবাসিক হলের সিট। আবাসিক হলের শিক্ষার্থী না হয়েও পেয়েছেন এ পদ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন, এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করব। এখন নিশ্চিতভাবে জানা নেই।
মন্তব্য