রবিবার, ১০ আগস্ট ২০২৫
 

তুহিন হত্যার প্রতিবাদে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন: ন্যায়বিচারের দাবিতে গর্জে উঠলো কলম”

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৫

---
মোঃ আমিনুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ব্যুরো প্রধান সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঈশ্বরগঞ্জ ও আশপাশের উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন দৈনিক আজকের পত্রিকার সংবাদদাতা ফয়সল আহমেদ এবং সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি জাহিদ হাসান।

বক্তব্য দেন:
দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ম. সেলিম, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক দেশের কণ্ঠ প্রতিনিধি মুর্শেদুল কবির রিপন, দৈনিক প্রতিদিনের কাগজের নিজস্ব প্রতিবেদক উবায়দুল্লাহ রুমি, এছাড়া মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মো. ইসহাক

দৈনিক বিডি২৪ লাইভ প্রতিনিধি আব্দুল কাদির, দৈনিক আমার বার্তা প্রতিনিধি শাহ আলম কৌশিক, দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি মাহবুবুল আলম সোহাগ, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আসাদুল্লাহ হাদিস, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি হুসাইন মোহাম্মদ তারেক, দৈনিক বাংলাবাজার পত্রিকা প্রতিনিধি মাহমুদুল হক শুভ, দৈনিক পাঞ্জেরি প্রতিনিধি ফয়সাল আহমেদ শাকিল, দৈনিক যুগের কন্ঠস্বর প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, দৈনিক নিউজ ওয়াচ বিডি প্রতিনিধি মো. আশরাফুল আলম প্রমুখ।

বক্তারা বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও আজ তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে রিপোর্ট করলেই সাংবাদিকদের হামলা, মামলা, হুমকি ও হত্যার শিকার হতে হয়। সাংবাদিক তুহিনকে যেভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা বর্বরতার চূড়ান্ত উদাহরণ।”

তারা আরও বলেন, “সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলা সহ অতীতের সব সাংবাদিক নির্যাতন ও হত্যা মামলার বিচার হয়নি। প্রশাসনের নিষ্ক্রিয়তায় এ ধরনের অপরাধ আরও বেড়ে যাচ্ছে। আমরা এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সাংবাদিক তুহিন হত্যার বিচারসহ সকল হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। দাবি আদায় না হলে দেশব্যাপী বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon