রবিবার, ১০ আগস্ট ২০২৫
 

জাবির ১০নং হল ছাত্রদলের সভাপতি হলেন ছাত্রলীগ কর্মী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৫

---

জাবি প্রতিনিধি 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১০ নং হল কমিটির সভাপতি হয়েছেন ছাত্রলীগ নেতা।

শুক্রবার (৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখার আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত ১০ নং হল ছাত্রদলের কমিটিতে এ পদ দেওয়া হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ১০ নং ছাত্র হলের সভাপতি হয়েছেন ভূতাত্ত্বিক বিজ্ঞান ৫০ ব্যাচের শিক্ষার্থী সাইফ বিন মাহবুব। তিনি পতিত আওয়ামী লীগ সরকারের নিষিদ্ধ ছাত্রসংগঠনের সক্রিয় কর্মী ছিলেন। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে রাজনীতি করতেন তিনি। লিটনের সঙ্গে এখনো যোগাযোগ রক্ষা করে চলছেন বলা গুঞ্জন রয়েছে। অবমূল্যায়িত এক শিক্ষার্থী বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের সেইফ রাখার জন্যই এভাবে ছাত্রদলের পদে এসেছে তারা।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন,  আমি সকল বিষয়ে তথ্য সংগ্রহ করছি। প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon