মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে ২০০ (দুইশত) পুরিয়া কথিত হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ রাকিবুল ইসলাম প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বলেন, শনিবার (৯ আগস্ট ) সকাল সাড়ে ৭ টার সময় এসআই (নিঃ) মোঃ সাইদুল ইসলাম, সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া পুড়াভিটা এলাকার থেকে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুরাভিটা এলাকার মৃত মোসলেম মোল্লার স্ত্রী মোছাঃ নুরজাহান বেগম (৪৮), রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুরাভিটা এলাকার মোঃ আঃ রাজ্জাকের স্ত্রী মৌসুমী আক্তার (৩৫)।
পুলিশ জানায়, আসামিদের কাছ থেকে ১০০ পুরিয়া করে দুই জনের কাছ থেকে মোট ২০০ পুরিয়া কথিত হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য