রবিবার, ১০ আগস্ট ২০২৫
 

মাদক সেবনের দায়ে বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী হলেন জাবি ছাত্রদলের সদস্য

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৫

---

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের কমিটিতে পদ পেয়েছেন গত বছরের ৩১ ডিসেম্বর বান্ধবীসহ মাদক সেবনরত অবস্থায় অবস্থায় প্রক্টরিয়াল টিমের কাছে আটক হওয়া ছাত্রলীগ কর্মী শিপন হোসেন। সেসময় বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয় তাকে।

শুক্রবার (৮ আগস্ট)  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রসংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে জাবি ছাত্রদলের সদস্য পদ দেওয়া হয়।

শিপন হোসেন হলেন বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫১ ব্যাচের শিক্ষার্থী শিপন হোসেন। তিনি আ ফ ম কামাল উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত শিপন হোসেন কামাল উদ্দিন হল ছাত্রলীগের কর্মী ও আক্তারুজ্জামান সোহেলের অনুসারী ছিলেন। শিপন হোসেন তার বিভাগের ঘনিষ্ঠ বন্ধু ও গত ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলাকারী আতিকুল ইসলামকে দ্বিতীয় বর্ষের পরীক্ষায় বসতে সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও গত ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে বান্ধবীসহ মাদকসেবনরত অবস্থায় প্রক্টরিয়াল টিমের কাছে আটক হন তিনি।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের গৃহীত বাইক সার্ভিস কর্মসূচিতেও শিপন ছিলেন। এ বিষয়ে নিউজ হওয়ার পরে তাকে সরিয়ে রাখা হবে। তবে, তাকে এখন আবার পদায়ন করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন, এ বিষয়ে আমি জানিনা। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon