মেঘমা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) সংসদীয় আসন পুনর্বিন্যাসের খসড়া বাতিল করে বিদ্যমান সীমানা বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনার মো. আনোয়ারুল ইসলামের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
গণঅধিকার পরিষদ মনোনীত কুমিল্লা-২ আসনের সম্ভাব্য প্রার্থী ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান এই স্মারকলিপি প্রদান করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, হোমনা ও মেঘনা দুটি উপজেলা ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক ও প্রশাসনিকভাবে একে অপরের পরিপূরক। দীর্ঘদিন ধরে একক আসন হিসেবে গড়ে ওঠা কুমিল্লা-২ আসনটি যদি বিভক্ত করা হয়, তবে তা জনগণের প্রত্যাশা ও বাস্তবতাসহ উভয়ের সঙ্গে সাংঘর্ষিক হবে। এতে করে উন্নয়ন পরিকল্পনা, নির্বাচনী প্রতিনিধিত্ব ও প্রশাসনিক সেবাদানেও জটিলতা তৈরি হবে।
স্মারকলিপি প্রদান শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাজমুল হাসান বলেন, ‘আমরা জনগণের পক্ষ থেকেই এই দাবি জানাতে এসেছি। কুমিল্লা-২ আসনের মানুষ চান, হোমনা ও মেঘনাকে একসঙ্গে রেখেই তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত হোক। কোনো দলীয় সুবিধা নয়, জনগণের বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনের ভিত্তিতেই আমরা চাই আসনটি আগের মতোই থাকুক। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে জনগণের মতামতকে অগ্রাধিকার দেবে। গণতন্ত্রকে সুসংহত করতে হলে জনগণের স্বর শুনতে হবে। এছাড়াও নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম এ সময় স্মারকলিপি গ্রহণ করে আমাদের আশ্বস্ত করে বলেন, ‘আপনাদের বক্তব্য গুরুত্ব সহকারে গ্রহণ করা হলো। সীমানা পুনর্নির্ধারণে কোনো চাপ নয়, আমরা জনগণের মতামত ও বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নেব।’
স্মারকলিপি প্রদান শেষে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনেই শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেন গণঅধিকার পরিষদ, হোমনা ও মেঘনা উপজেলার নেতাকর্মীরা। এতে অংশ নেওয়া বক্তারা বলেন, একাত্তরের রক্তঋণে গড়ে ওঠা জনগণের ভোটাধিকার যাতে কোনোভাবে খর্ব না হয়, তা নিশ্চিত করতেই এই দাবি।
মন্তব্য