কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
কাউখালীতে গতকাল শনিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সরকারি কে.জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুল ইসলাম খান (৭৫) কে রাষ্ট্রীয় মার্যাদায় দাফন করা হয়েছে। তিনি আজ ঢাকা নিজ বাসায় ইন্তেকাল করেল মৃত্যু দেহ কাউখালীতে আনার পর উপজেলা কোর্ট বিল্ডিং ময়দানে আসরের নামাজের বাদ জানাজা ও গার্ড অব অনার শেষে নিজ বাড়ি শিয়ালকাঠি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গার্ড অব অনার সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেনির ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ও কাউখালী থানার ওসি সোলাইমান সহ পুলিশের একটি চৌকস দল। জানাযায়, তার অসংখ্য ছাত্র ও শুভকাঙ্খী উপস্থিত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মন্তব্য