রবিবার, ১০ আগস্ট ২০২৫
 

জাবিতে প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে দেওয়া হবে পোষ্য কোটা— জাবি উপাচার্য

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ আগস্ট ২০২৫

---
জাবি প্রতিনিধি 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে ফিরিয়ে আনা হবে পোষ্য কোটা বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
শুক্রবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৫৪ ব্যাচের ভর্তি ও পোষ্য কোটা নিয়ে জানতে চাইলে এ তথ্য জানান তিনি।
উপাচার্য বলেন, আমি তাদের পোষ্য কোটা বাতিল করেছি। তবে প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিল করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিরা প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে শর্ত সাপেক্ষে পোষ্য ভর্তির দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে এমন পরিকল্পনা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গলের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon