জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ হল ছাত্রদলের সভাপতি হয়েছেন এক বিবাহিত শিক্ষার্থী। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
শুক্রবার (৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখার আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত শহিদ তাজউদ্দীন হল ছাত্রদলের কমিটিতে এ নাম দেওয়া হয়।
সভাপতির পদ পাওয়া শিক্ষার্থী হলেন ফিরোজ আহমেদ পাপন। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী। বিবাহিত হওয়া সত্ত্বেও তাকে দেওয়া হয়েছে ছাত্রদলের পদ।
জানা যায়, ছাত্রদলের ঐতিহ্য অনুযায়ী বিবাহিতদের পদায়নের কোন সুযোগ নেই। তবে দলীয় সংবিধানে এ বিষয় সুস্পষ্ট কোন বিধিমালা নেই। দীর্ঘদিনের এ ঐতিহ্যের ব্যত্যয় ঘটিয়ে বিবাহিত শিক্ষার্থীদের পদায়নে, নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, লবিং এবং আর্থিক লেনদেনের মাধ্যমে গঠিত হয়েছে এ কমিটি। কমিটি গঠনে নিয়ম-কানুন ও ত্যাগীদের চেয়ে প্রাধান্য পেয়েছে টাকা ও প্রভাব।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন, সে বিবাহিত কিনা এটি আমি জানিনা। এমনটা হয়ে থাকলে সে তথ্য গোপন করে পদ নিয়েছে। আমি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।
মন্তব্য