রবিবার, ১০ আগস্ট ২০২৫
 

গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ৫টি ড্রেজার মেশিন বিকল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ আগস্ট ২০২৫

 ---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মরা পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার (৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৫টি অবৈধ ড্রেজার মেশিন বিকল ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, দৌলতদিয়া ৮ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়ায় ১টি, একই ওয়ার্ডের গফুর দোকান সংলগ্ন এলাকায় ২টি, দৌলতদিয়া ৬ নম্বর ওয়ার্ডের সৈদালীপাড়ায় ১টি, এবং ৪ নম্বর ওয়ার্ডের সোনাউল্লাহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ১টি ড্রেজার মেশিনের কার্যক্রম বন্ধ করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুর রহমান বলেন,”নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। মরা পদ্মার তীরবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আজকের অভিযান পরিচালনা করা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী যারা অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “অবৈধ ড্রেজার মেশিন দিয়ে নদী খননের ফলে নদীভাঙন, জমির ক্ষতি ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা থাকে। এ বিষয়ে আমরা কোনো ছাড় দেব না।”

স্থানীয়দের প্রশংসা অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon