জাকির হোসেন
আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক তুহিন ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে আনোয়ার হোসেন নামে এক সংবাদকর্মীকে নৃশংসভাবে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেল ৫টার দিকে গাজীপুর সদর থানার সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এ নিয়ে গাজীপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই সংবাদকর্মী হত্যা সহ মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান হামলাকারীরা তাকে নির্মমভাবে মারধর করে, তার বুকের ওপর উঠে লাফায়, পায়ের ওপর ইট দিয়ে থেঁতলে দেয় এবং টেনে-হিঁচড়ে অচেতনে সাংবাদিক তুহিনকে নিয়ে যায়। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তারা ঐ সাংবাদিক তুহিনকে উদ্ধার বা হামলাকারীদের নিবৃত করার কোন উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।
ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সংগঠনগুলো জোর দাবি জানিয়েছেন, গাজীপুর গাছা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল হামিদ বলেন আমরা সাংবাদিক তাই বলে এভাবে প্রাণ দিতে হবে।
সারা বাংলাদেশ জুড়ে প্রতিটি সাংবাদিক সংগঠন এবং প্রতিটি প্রেসক্লাব গুলোতে মানববন্ধন অব্যাহত রয়েছে। গাজীপুর প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নিতে হবে বলে দাবি জানিয়েছে গাজীপুর সংবাদকর্মীরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য