সোমবার, ২০ মে ২০২৪
 

সাভারে অপহরণের ১০ দিন পর শিশু উদ্ধার

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২

ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর


আব্দুল কাইয়ুম, সাভার (ঢাকা)


অপহরণের প্রায় ১০ দিন পর হযরত আলী (৯) নামের এক শিশুকে উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। এসময় অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়।


বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক এসআই আব্দুর রহিম। এর আগে গেল রাতে সাভারের রেডিও কলোনী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার অপহরণকারী সিরাজগঞ্জ উল্লাপাড়া থানার বরাইল গ্রামের সোবাহান মিয়ার ছেলে খোকন মিয়া।


ভুক্তভোগী হযরত আলী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার হাড়িভাঙ্গা গ্রামের বেলাল হোসেনের ছেলে। গত ৪ সেপ্টেম্বর তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন খোকন মিয়া।


সাভার হাইওয়ে পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে বেলাল হোসেনের ছেলে হযরত আলীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে খোকন। পরে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। ধরা পরার ভয়ে আসামি ঘন ঘন স্থান পরিবর্তন করতে থাকেন। গতকাল রাতেও তারা স্থান পরিবর্তন করে সাভারের দিকে যাচ্ছিলো। এসময় উল্লাপাড়া থানার দেওয়া সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাভারের রেডিওকলোনী এলাকা থেকে হয়রতকে উদ্ধার করে গ্রেপ্তার করা হয় খোকনকে। ১০ দিন পর অপহৃত হযরতকে পেয়ে  সাভার হাইওয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।


অপহরণের শিকার হযরতকে উদ্ধারকারী উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে হযরতকে উদ্ধার করা হয়েছে। এসময় আসামি খোকনকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon