বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
 

কাঁঠালিয়ায় জাতীয় প্রবাসী দিবস এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫

---
ঝালকাঠি প্রতিনিধি 
ঝালকাঠির কাঁঠালিয়ায় জাতীয় প্রবাসী দিবস এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জাতীয় প্রবাসী দিবস এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে শুরুতেই একটি র‌্যালী উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,  উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফাতিমা ইসলাম, উপজেলা প্রকৌশলী মোস্তফা কামাল, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ ছত্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ আনোয়ারা বেগম, প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, মোঃ নকিরুল ইসলাম নকির মুন্সি প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon