শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
 

শেরপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫

---

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী শেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন, ‘শেরপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি’র (JUSAS) নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।

শেরপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির বিদায়ী সভাপতি মাহমুদুল হাসান কিরন ও সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান সজীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী কামরুজ্জামান সাকিব (জালাল) এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী মো. শরিফুল আলম সাকিব।

 

উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৯ ব্যাচের শিক্ষার্থী এরশাদ আলী, সাব্বির হোসাইন, মোঃ মোস্তাফিজুর রহমান নাহিদ, মাহমুদুল হাসান মিল্লাত, নাওয়ার বিনতে আজম রোদসী, মাহিন মাহদি, আতিকুজ্জামান আতিক, সোহানা আক্তার রাত্রি, নাফিসা আহমেদ, ত্রিশান্ত বনশ্রী সাংমা, শোয়েব সাব্বিহ, এস কে সিয়াম আফরোজ, যায়ীদ আল আফরোজ জিম, সৌমিক সিংহ রায়, আসাদুল নাইম জনি, মাহফুজ আনাম রিয়াদ ও তৌহিদুজ্জামান সিয়াম।

 

যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন রুহুল আমিন রিফাত, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ ওয়াহিদুর রহমান, আশকাতুল জান্নাত আশা, সাদিয়া তানজিম মীম, আব্দুল্লাহ আল মামুন, আফসানা শারমিন, মেহেদী হাসান মনির, মোসাব্বির আল সাকিব, ইনজামাম মনির, দীপ্ত মোদক জয়, আফরিন জাহান বৃষ্টি, সারা ইবনাত, সুমাইয়া আক্তার নীপা, প্রতিভা কবির ও শাহরিয়ার শান্ত।

 

সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আহসান উল্লাহ নূর, সিহাহ আহমেদ, তাইন আহমেদ, সাবিকুন্নাহার সেতু, খাইরুল ইসলাম নাহিদ, মাহফুজা লুবনা, শরিফুল ইসলাম সরল, হুমাইরা আক্তার হ্যাপি, মুঈদ আশফাক, নন্দিনী পাল, মোঃ সাইফুল ইসলাম শিবলু, জান্নাতুল হুমায়রা, রুবাই হোসেন হৃদয়, অর্পণ সূত্রধর, মোঃ মাসুদ রানা, মোঃ মিজানুর রহমান, মোহতাদি ইসলাম তনয়, মোঃ আবু ইউসুফ ও মোঃ ফারুক আলম সিদ্দিকী।

 

এছাড়া উক্ত কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মনিনুর ইসলাম আনন্দ, উপ-অর্থ বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম ও সাদিয়া আক্তার, দপ্তর সম্পাদক মেহেদী হাসান আকাশ, উপ-দপ্তর সম্পাদক।শরিফ ইবনে মানসুর ও সুমাইয়া ইসলাম মুক্তি, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রুমান মিয়া, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাহিদ হাসান ও সাফুয়াত মাহদী সিয়াম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আঙ্গুর মিয়া, উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহাইমিনুল ইসলাম জিহাদ ও তামান্না ইয়াসমিন মীম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রুবাইদা রশিদ মাইশা, উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাইশা বিনতে মাহমুদ (মিতি) ও নিমাই সরকার, সাহিত্য বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আফিফ, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক আফিয়া মোস্তারী মিতালি ও আফসানা শিলা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মীর রিদুল ফারহান ও ঝরনা আক্তার।

 

সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মুরসালিনা মাজহার সেঁজুতি, মোঃ লাবিবুর রহমান, নাহিদুল ইসলাম নাইম, মোঃ হোসাইন আলম, গাজী মোঃ আবিদ হাসান, আল আমিন, মিঠুন ডালু, এ এস এম শফিউল আলম নিলয়, মুশফিকা জাহান, মো: আবইয়াজ মানসুর, মোঃ সাব্বির হোসেন, সাদিয়া রহমান, এস এম মাহমুদুল হাসান হিমেল, ফারিয়ান নূর ফাহাদ, খাতুনে জান্নাত বন্যা ও মায়িশা আতিয়া সুপ্তি।

 

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মোঃ মেহেদী হাসান মিজান, সারজিনা আক্তার সৌরভী, মোরিন আক্তার মিশু, ইমরান মিয়া, মোঃ নাদিম হোসেন জিহাদ, মোঃলিমন হাসান রাব্বি, রাগিব হাসিন রাশহা, মোঃ রাশেদুল ইসলাম আসিফ, অরবিন্দ রায়, তানজিলা আক্তার খুকু, জান্নাতুল ফেরদৌস জান্নাত, নাঈমুর রহমান, ফাতেমা জান্নাত রিয়া, লু-লু-ওয়াল-মারজান, মোঃ সালাউদ্দিন, সাফায়াত বিন রাজু, আদনান হামিম অর্ণব ও এদ্বীল খন্দকার।

 

উক্ত কমিটি আগামী একবছর দায়িত্ব পালন করবেন৷

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon