শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
 

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রজাপুরে আনন্দ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫

------

ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকত, সাবেক কর্নেল মোস্তাফিজুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুম মোল্লা, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদ মিরা, ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম নয়ন, উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক মোল্লা। এছাড়াও যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

দোয়া ও মিলাদ মাহফিল শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাইপাস মোড়স্থ বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে বাইপাস মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়।

 

পথসভায় বক্তব্যে সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকত বলেন, “আগামী ২৫ ডিসেম্বর দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক ও আনন্দঘন দিন। দীর্ঘ সময় পর তাঁর দেশে ফেরা জনগণের আন্দোলনে নতুন প্রত্যাশা ও শক্তি সঞ্চার করবে বিএনপি আজ ঐক্যবদ্ধ। রাজপথেই প্রমাণ হবে জনগণ কার পক্ষে আছে। তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon