![]()
ঝালকাঠি প্রতিনিধি
খুলনা–বরিশাল মহাসড়কের ঝালকাঠি শহরতলীর কৃষ্ণকাঠী ব্র্যাক মোড় এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (বিকেল আনুমানিক ৪টা) খুলনা থেকে কুয়াকাটাগামী রাইয়ান পরিবহনের একটি যাত্রীবাহী বাস চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার যুবদল নেতা মিজান নিহত হন। গুরুতর আহত হন মঠবাড়িয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদল।
স্থানীয়রা দ্রুত আহত বাদলকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
দুর্ঘটনার পর ঘাতক বাসটি কালিজিরা এলাকা থেকে পুলিশ আটক করে। এ সময় বাসচালক মো. ইব্রাহিমকেও আটক করা হয়। তিনি বর্তমানে ঝালকাঠি সদর থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।
ঝালকাঠি সদর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।



মন্তব্য