শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
 

গোপালগঞ্জে ১০ লাখ টাকাসহ সড়ক বিভাগের পিয়ন আটক: নেপথ্যে টেন্ডার দুর্নীতির বড় সিন্ডিকেট

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫

---

​গোপালগঞ্জ প্রতিনিধিঃ শেখ মোঃ আরমান

​গোপালগঞ্জ, ১৯ ডিসেম্বর: গোপালগঞ্জে নগদ ১০ লাখ টাকাসহ শরীয়তপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক পিয়ন ও প্রাইভেট কারের চালককে আটক করেছে পুলিশ। গতকাল নিয়মিত চেকপোস্ট চলাকালে শহরের পুলিশ লাইনস মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় টাকা বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

​আজ শুক্রবার সকালে প্রাপ্ত সর্বশেষ তথ্যানুযায়ী, আটক দুজনকে জিজ্ঞাসাবাদের পর এ ঘটনায় জেলা সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেনকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

 

​ঘটনার প্রেক্ষাপটঃ

পুলিশ সূত্র জানায়, গত বুধবার বিকেলে পুলিশ লাইনস মোড়ে নিয়মিত তল্লাশি চলাকালে একটি সন্দেহভাজন প্রাইভেট কার থামানো হয়। তল্লাশিকালে গাড়ির ভেতরে থাকা একটি ব্যাগ থেকে নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গাড়িতে থাকা শরীয়তপুর সড়ক বিভাগের পিয়ন মোশারফ হোসেন অসংলগ্ন কথাবার্তা বললে পুলিশ তাঁকে ও চালক মনির হোসেনকে আটক করে। আটক মোশারফের বাড়ি মাদারীপুর সদর উপজেলায় এবং মনির হোসেনের বাড়ি শরীয়তপুরের পালং এলাকায়।

 

​উঠে আসছে দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অনুসন্ধানে জানা গেছে, শরীয়তপুর সড়ক বিভাগের একটি কাজের দরপত্র (টেন্ডার) অনুমোদনের জন্য এই টাকা ঘুষ হিসেবে গোপালগঞ্জ সড়ক সার্কেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেওয়ার জন্য আনা হয়েছিল। উদ্ধারকৃত টাকার খামের ওপর ‘সার্কেল’ অর্থাৎ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তরের নাম উল্লেখ ছিল। যদিও পিয়ন মোশারফ দাবি করেছেন, এই টাকা উপ-সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেনের জন্য আনা হয়েছিল। তবে সড়ক বিভাগের একাধিক দায়িত্বশীল সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ফেঁসে যাওয়ার ভয়ে কৌশলে এই দায় কনিষ্ঠ কর্মকর্তার ওপর চাপানোর চেষ্টা করছেন।

 

​কর্তৃপক্ষের বক্তব্যঃ

গোপালগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিকরুল ইসলাম বিষয়টি এড়িয়ে গিয়ে দাবি করেছেন, টেন্ডার প্রক্রিয়ায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই এবং এই ঘটনার সাথে তাঁর দপ্তরের যোগসূত্র থাকার কোনো কারণ নেই।

 

​তবে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আফতাব উদ্দিন জানিয়েছেন, উদ্ধারকৃত বিশাল অংকের এই অর্থের প্রকৃত উৎস এবং এর নেপথ্যে থাকা মূল হোতাদের চিহ্নিত করতে আইনি প্রক্রিয়া জোরদার করা হয়েছে। আটককৃতদের আজ আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

​এ ঘটনায় জেলাজুড়ে তোলপাড় চলছে এবং সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও গুঞ্জন সৃষ্টি হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon