![]()
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে জামায়াত।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৭ ডিসেম্বর রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে কাঠালতলী ইউনিয়নে জামায়াতের একটি ঘরোয়া কর্মী বৈঠকে হামলা চালানো হয়। এতে পৌর যুব বিভাগের সেক্রেটারি মো. আ. কায়ুম মীর গুরুতর আহত হন। এছাড়াও পৌর সহকারী সেক্রেটারি মো. তাওহিদসহ ওয়ালিদ, ইলিয়াস, ফুলমিয়াসহ মোট ১৫ জন আহত হয় বলে জানান।
জামায়াত নেতারা অভিযোগ করেন, সোলায়মান সাদিক নামের এক ব্যক্তি এই হামলার নেতৃত্ব দেয়। তারা দাবি করেন, ওই ব্যক্তি অতীতে খুলনা মহানগরীতে বিআরটিসির ড্রাইভার হিসেবে কর্মরত থাকাকালে শ্রমিকলীগের সঙ্গে যুক্ত ছিল এবং বর্তমানে একটি রাজনৈতিক দলের নব্য নেতা হওয়ার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বিনষ্ট করতেই পরাজিত ও পলাতক শক্তি পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। জুলাই অভ্যুত্থানের পর দেশ যখন সন্ত্রাসমুক্ত পরিবেশের দিকে এগোচ্ছিল, তখন এ ধরনের হামলা নতুন করে আতঙ্ক সৃষ্টি করছে বলে অভিযোগ করা হয়।
জামায়াত নেতারা আরও বলেন, হামলার সময় সন্ত্রাসীদের হাতে অবৈধ আগ্নেয়াস্ত্র দেখা গেছে, যা জনমনে ভয়ভীতি সৃষ্টি করেছে। অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলন থেকে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দাবি জানানো হয়।



মন্তব্য