![]()
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং খুনিদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে কাউখালী উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবীর এবং সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ এর নেতৃত্বে উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজার ব্রিজের পদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। বক্তারা ওসমান হাদীর হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি করেন। বক্তারা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দাবি করে বলেন খুন-হত্যা, সন্ত্রাস ষড়যন্ত্র করে কোন লাভ হইবে না। হত্যাকারী ষড়যন্ত্রকারীদের কে আইনের আওতায় নিয়ে বিচার করতে হবে। দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদীকে হত্যাকারীকে গ্রেপ্তার করে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি করেন।আর যেন কোন মায়ের বুক খালি না হয় সেজন্য সরকার তথা প্রশাসনকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানান বিএনপির নেতৃবৃন্দ।



মন্তব্য