![]()
গোপালগঞ্জ প্রতিনিধিঃ শেখ মোঃ আরমান
টুঙ্গিপাড়া, ১৯ ডিসেম্বর: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একযোগে আওয়ামী লীগের তিন নেতা নিজ নিজ দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার সকাল ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা এই গণ-পদত্যাগের ঘোষণা দেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলটির স্থানীয় পর্যায়ে এটি একটি আলোচিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
পদত্যাগকারী নেতাদের পরিচয়ঃ
স্বেচ্ছায় পদত্যাগকারী তিন নেতা হলেন— টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান, টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বসার ফকির এবং টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি আবুল বাশার।
সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যঃ
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পদত্যাগকারী নেতারা দাবি করেন, আওয়ামী লীগের কমিটিতে তাঁদের নাম ও পদ ব্যবহার করা হলেও তাঁরা কখনোই দলীয় কোনো কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন না। দলটির কোনো রাজনৈতিক কর্মসূচি বা সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গেও তাঁদের বাস্তবে কোনো সম্পৃক্ততা ছিল না বলে তাঁরা উল্লেখ করেন।
তাঁরা আরও বলেন, “কমিটিতে আমাদের নাম যুক্ত করা হলেও আমরা ব্যক্তিগত ও পেশাগত কারণে দলের সাংগঠনিক বিষয়ে অংশ নিইনি। বর্তমান পরিস্থিতিতে কোনো ধরণের ভুল বোঝাবুঝি এড়াতে এবং বিষয়টি সর্বসাধারণের কাছে স্পষ্ট করতেই আমরা আজ থেকে স্বেচ্ছায় নিজ নিজ পদ থেকে পদত্যাগ করছি।”
বর্তমান প্রেক্ষাপটঃ
উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। গত কয়েকদিন ধরে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাদের ধরপাকড় ও পুলিশের বিশেষ অভিযানের মধ্যেই এই তিন নেতার পদত্যাগের বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গ্রেপ্তার আতঙ্ক এবং বর্তমান রাজনৈতিক প্রতিকূল অবস্থার কারণেই অনেক তৃণমূল নেতা এখন প্রকাশ্যে দল ছাড়ার ঘোষণা দিচ্ছেন।
সংবাদ সম্মেলন শেষে তাঁরা উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে দেশবাসী ও প্রশাসনের কাছে তাঁদের এই সিদ্ধান্তের কথা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।



মন্তব্য