ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রবাহ প্রতিবন্ধী সংস্থা (পিপিএস) পুটিয়াখালি- রাজাপুর।
বুধবার বিকাল ৪ টায় উপজেলার পুটিয়াখালি এলাকায় প্রবাহ প্রতিবন্ধী সংস্থা’র হলরুমে এ
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবাহ প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দ আল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক। আলোচনা সভা শেষে দুস্থ ও প্রতিবন্ধী ১১ জনের মাঝে জনপ্রতি ২ টি করে মোট ২২ টি ছাগল বিতরণ করা হয়। এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য