বুধবার, ৬ আগস্ট ২০২৫
 

ঈশ্বরগঞ্জে সংস্কার ফোরামের উদ্যোগে অসহায়দের মাঝে খাবার বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ আগস্ট ২০২৫

---

মো. আমিনুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দরিদ্র, অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা বাসস্ট্যান্ডের শহীদ শাহরিয়ার বিন মতিন গোলচত্বর এলাকায় এ কর্মসূচির আয়োজন করে “ঈশ্বরগঞ্জ সংস্কার ফোরাম”।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই মাসব্যাপী পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে খাবার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ঈশ্বরগঞ্জ সংস্কার ফোরামের সদস্যরা সমাজ সংস্কারে নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন। এরপর উপস্থিত দরিদ্র, অসহায় মানুষ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিয়াম আহমেদ ও শেখ সোহেল। খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, ঈশ্বরগঞ্জের বীর সন্তান শেখ শাহরিয়ার বিন মতিনের পিতা মো. আব্দুল মতিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ সংস্কার ফোরামের চিফ এডভাইজার মো. তারেক ইবনে মুজিব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আরিফ আল মামুন, শিমুল হাসান, আরিফুল ইসলাম সাজিদ, শরিফুল ইসলাম রিয়াদ, আসাদুল্লাহ সোহান, আশিকুর রহমান, শ্রাবণ, শাওন, রিয়ান, প্রান্ত, শুভ রহমান, সাব্বির আহমেদ, সামাদ, মিঠু, নয়ন, হৃদয়সহ সুশীল সমাজের অনেকে।

ঈশ্বরগঞ্জ সংস্কার ফোরামের এমন মহতী উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও তারা এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon