ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে এসেছেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি, দক্ষ সংগঠক ও মানবতার ফেরিওয়ালা স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাজনীতিবীদ হাবিবুর রহমান সেলিম রেজা।
সাবেক এ ছাত্র নেতা রাজনৈতিক অভিজ্ঞতায় তিনি সুপরিচিত।
রাজনৈতিক পরিচয়ের বাইরেও তিনি সামাজিকভাবে একজন প্রতিষ্ঠিত সংগঠক। সামাজিক উন্নয়নে তার ভূমিকা চোখে পড়ার মতো। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে বরাবরই সোচ্চার এই নেতা শিক্ষার প্রসারে বিশেষ মনোযোগী। রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন এলাকার স্কুল-কলেজে যেমন ঘন ঘন পরিদর্শনে যান, তেমনি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের খোঁজখবর নেন নিজে গিয়ে।
মনোনয়ন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “দলের প্রতি আমার দীর্ঘদিনের আনুগত্য, সাংগঠনিক দক্ষতা এবং ত্যাগের মূল্যায়ন করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে প্রার্থী মনোনীত করবেন বলে আমি বিশ্বাস করি।”
তিনি বলেন, ব্যারিষ্টার শাহজাহান ওমর আওয়ামী লীগে যোগদানের পর ঝালকাঠি -১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সকল বিএনপি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে সংঘটিত করেছি এবং বিএনপিতে ধরে রেখেছি।
তিনি আরো বলেন,” নেতৃত্বের পরিবর্তনের মাধ্যমে ‘পরিবর্তনের অঙ্গীকার’ বাস্তবায়ন করে আধুনিক ও সুশৃঙ্খল ঝালকাঠি -১ আসন গড়ে তুলতে চাই ।”
নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজাকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তৃণমূলের রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা ও সক্রিয়তা তাকে আসন্ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
মন্তব্য