বুধবার, ৬ আগস্ট ২০২৫
 

রাজবাড়ীতে চাঁদাবাজি মামলায় প্রধান আসামি ‘পুড়া পলাশ’ গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ আগস্ট ২০২৫

---
মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ী জেলায় সংঘটিত একটি আলোচিত চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি পুড়া পলাশ ওরফে পলাশ বিশ্বাস (৩০) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে।
রাজবাড়ী জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৪ জুলাই ২০২৫ দুপুর ১টা ২২ মিনিটে রাজবাড়ী সদর উপজেলার  সজ্জনকান্দা এলাকার সদর হাসপাতালের সামনে থেকে মোঃ সিদ্দিক শেখের (৪৫) ওপর বর্বরোচিত হামলা চালায় একদল দুর্বৃত্তরা।এরপর ভিকটিম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায়  অভিযোগ করেন , পূর্বপরিকল্পিতভাবে ১নং আসামী পুড়া পলাশ, ২নং আসামী  খুর মানিক (৩২), ৩ নং আসামীব বতুল রানা ওরফে রানা (২৫), ৪নং আসামী কুটি বিশ্বাস (৪০), ৫নং লাবলু (৪৫) সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন মিলে তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, তাকে চাপাতি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করা হয়।
এই ঘটনার পরদিন ১৫ জুলাই রাজবাড়ী সদর থানায় একটি হত্যা চেষ্টা  মামলা দায়ের করা হয়।
রাজবাড়ী জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে এবং পুলিশ সুপার  দিকনির্দেশনায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসামিদের শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা চালানো হয়।
এরই ধারাবাহিকতায়, ২৬ জুলাই গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে মামলার অন্যতম আসামি মোঃ রানা মিয়া ওরফে বতুল রানা (২৫) কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার দেখানো মতে মারামারিতে ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়।
এরপর সর্বশেষ,মঙ্গলবার( ৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার সময় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা থেকে এজাহারভুক্ত পলাতক আসামি পুড়া পলাশ ওরফে পলাশ বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়,এজাহারভুক্ত মোট ৫ জন আসামির মধ্যে ইতোমধ্যে ৪ জন এবং তদন্তে প্রাপ্ত আরও ১ জন সহ মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বর্তমানে আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও এলাকায় অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এই বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস )শরীফ আল রাজীব
রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমনে জেলা পুলিশ সদা প্রস্তুত এবং সকল অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon