বুধবার, ৬ আগস্ট ২০২৫
 

রাজবাড়ীর আলোচিত হত্যা মামলার আসামী হাকিম মন্ডল র‍্যাব-১০ এর হাতে গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ আগস্ট ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি :
রাজবাড়ী সদর উপজেলার আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মোঃ হাকিম মন্ডল (৪৮) কে মুন্সিগঞ্জ সদর উপজেলার মালিগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১০ এর মিডিয়া উইং থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মুচিদহ এলাকায় পূর্ব শত্রুতার জেরে একটি পরিকল্পিত হামলার ঘটনা ঘটে। নিহত মোঃ আমজাদ খান তার পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বসতবাড়িতে অবস্থান করছিলেন। এ সময় আসামী মোঃ হাকিম মন্ডলসহ অন্যান্যরা বাসায় প্রবেশ করে আমজাদ খানের ওপর হামলা চালায়।

হাতুড়ি, লোহার পাইপ, ছ্যানদা, চাপাতি, রামদা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং মারধর করে তাকে গুরুতর আহত করা হয়। আশপাশের লোকজন দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আমজাদ খান মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এরপর র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং প্রযুক্তি সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে।

এরই ধারাবাহিকতায় গতকাল (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার সময় র‌্যাব-১০ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে মুন্সিগঞ্জ সদর থানার মালিগাঁও এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামী হাকিম মন্ডলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলো রাজবাড়ী সদর উপজেলার মুচিদহ এলাকার মৃত সলেমান মন্ডলের ছেলে মোঃ হাকিম মন্ডল। তাকে গ্রেফতারের পর যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon