বুধবার, ৬ আগস্ট ২০২৫
 

ভোলা দৌলতখানে গণ-অভ্যুত্থান দিবসে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৫

---
ভোলা জেলা সংবাদদাতা
গণ-অভ্যুত্থান দিবস ও আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে ভোলার দৌলতখানে উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫ টার দিকে দৌলতখান পৌরশহরে এ বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের হয়ে দৌলতখান পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন, ভোলা- ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সহধর্মিণী ও বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সভাপতি মাফরুজা সুলতানা।

উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম জহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ সভাপতি ফারুক হোসেন তালুকদার,সাধারণ সম্পাদক শাজাহান শাজু, আবুল বশির মেম্বার,নিজামউদ্দিন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি,পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন কাকন,উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল প্রমূখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon