মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
 

কাউখালীতে ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি’র বিজয় র‍্যালি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৫

---
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
১৬ বছরের স্বৈরশাসনের বিরুদ্ধে  ২০২৪ সালের জুলাইয়ে  ছাত্র জনতার আন্দোলন ও জীবন দানের মধ্য দিয়ে ৫ আগস্ট  ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার বর্ষপূর্তি উপলক্ষে পিরোজপুরের  কাউখালীতে বিএনপি  ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার ৫ই আগস্ট সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এইচ এম আহসান কবীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপি’র আহবায়ক  অধ্যক্ষ আলমগীর হোসেন, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন,  কাউখালী উপজেলা বিএনপি সভাপতি এইচ এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ,সিনিয়র সহ  সভাপতি মনিরুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: লিয়াকাত  হোসেন তালুকদার, রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক রাকিব তালুকদার প্রমূখ। এ সময় বক্তারা বলেন দীর্ঘদিনের জুলুম অত্যাচার পরবর্তী একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পূনরুদ্ধারের লক্ষ্যে স্বৈরশাসক ভোট চোর শেখ হাসিনাকে বিদায়  করা হয়েছে।
দলীয় সাইনবোর্ড ব্যবহার করে কোথাও কোন অনিয়ম করা যাবে না। দেশের মানুষের শান্তির জন্য সমাজের উন্নয়নের জন্য বিএনপি সব সময় কাজ করে। বিএনপি’র বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলমান আছে। কোন ষড়যন্ত্রের ফাঁদে  জড়িয়ে ঐক্য বিনষ্ট করা যাবে না। আগামী নির্বাচনে জনগণের আস্থা অর্জনের  মধ্য দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে  বিএনপিকে এ দেশের উন্নয়নের জন্য নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসতে হবে। বক্তারা বলেন পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার সরকারের সকল অন্যায়-অপকর্মের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে।

---
এর আগে জনসভার শুরুতে  জুলাই অভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং অসুস্থ আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। কাউখালী উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা এবাদত হোসেন দোয়া মোনাজাত  পরিচালনা করেন। তার সাথে হাজার হাজার নেতা কর্মীরা আমিন আমিন ধ্বনিতে মুখরিত করেন উপজেলা পরিষদ সভা চত্বর। সভা শেষ  বিজয় র‍্যালি উপজেলার চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উত্তর বাজার বিএনপি প্রধান কার্যালয় সামনে গিয়ে শেষ হয়। এ সময়  উপজেলার ৫টি ইউনিয়ন থেকে আসা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, জাতিয়তাবাদী মহিলা দল সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক হাজার নেতাকর্মী  অংশগ্রহণ করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon