বুধবার, ৬ আগস্ট ২০২৫
 

সরকারি পুকুরে পানি আনতে জীবনঝুঁকি, ব্রিজ সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ আগস্ট ২০২৫

---
মো:মুন্না শেখ বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলার ৭নং বাধাল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মসনী রঘুদত্তকাঠী সরকারি পুকুরপাড়ে জরাজীর্ণ ব্রিজের পূর্ণ সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকালে মৃধা বাড়ি সরকারি পুকুরপাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আলোকদিয়া, রঘুদত্তকাঠী, মসনী, উত্তরপাড়া, পিংগড়িয়া, মৃধাবাড়ি, কলমিবুনিয়া ও শাখারীকাঠী এই সাত গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, উল্লিখিত গ্রামগুলোর শত শত মানুষ প্রতিদিন সরকারি এই পুকুর থেকে খাবার ও গৃহস্থালি কাজে ব্যবহারের জন্য পানি সংগ্রহ করে থাকেন। কিন্তু পুকুরে পৌঁছাতে হলে সবাইকে একটি ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যাতায়াত করতে হয়। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ব্রিজটি এখন মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বক্তারা বলেন, বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের জন্য এই ব্রিজটি দিয়ে পানি আনতে যাওয়া খুবই কষ্টসাধ্য ও বিপজ্জনক। পায়ে হেঁটে ভারসাম্য রেখে চলা কঠিন হয়ে পড়েছে, ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কা থাকে।

তারা অভিযোগ করে বলেন, এলাকাবাসী বারবার দাবি জানিয়েও কোনো কার্যকর পদক্ষেপ পায়নি। বক্তারা দ্রুত এই ব্রিজটি পূর্ণ সংস্কার করে নিরাপদ যাতায়াত ও পানি সংগ্রহের সুযোগ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon