কাউখালীতে জুলাই গণঅভ্যুত্থান ও ৫ আগস্ট শেখ হাসিনা পালায়ন দিবস উপলক্ষে জামায়েত ইসলামের বিজয় মিছিল অনুষ্ঠিত।
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
৫ আগস্ট ঐতিহাসিক জুলাই মাসের গণঅভ্যুত্থান ও ৫ই আগস্ট শেখ হাসিনার পলানোর বর্ষপূর্তি উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে আলাদা আলাদা ভাবে বিজয় মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পুরাতন ঈদগা মাঠ থেকে পিরোজপুর ২-আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদীর নেতৃত্বে এক বিজয় মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ঈদগা ময়দানে উপজেলা জামাতের আমির মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়েত ইসলামের আমির অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন ফরিদ, জামায়াতে ইসলামীর প্রার্থী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদী প্রমুখ। কাউখালী উপজেলা জামায়াত ইসলামের নেতৃবৃন্দ সহ উপজেলা পাঁচটি ইউনিয়ন থেকে আশা জামাত ইসলামের কয়েক হাজার নেতা কর্মীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে আনন্দ মিছিলে যোগদান করে।
মন্তব্য