মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
 

কাশিয়ানীতে বিএনপির বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৫

 ---

বাহাউদ্দীন তালুকদার :
ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুথানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিজয় শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১২টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে উপজেলার তৃণমূলের নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটে। লাল সবুজের জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে শোভাযাত্রায় স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। বিজয়ের এক বছর পূর্তির উৎসবে বৃহৎ এ দলের নেতাকর্মীদের সমাগমকে নিজেদের শক্তির মহড়া মনে করছেন নেতাকর্মীরা। সকাল থেকে বিভিন্ন যানবাহনে চড়ে নেতাকর্মীরা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বিএনপির সহ সংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন গণতন্ত্রের জন্য দীর্ঘ ১৬ বছর বিএনপি আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, সেই গণতন্ত্র পুরোপুরি আসতে একটি অবাধ সুষ্ঠু ভোটের দরকার। ভোটের মাধ্যমে সরকার গঠনের মধ্যে দিয়ে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি আধুনিক, কল্যাণমুখী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।”

এ সময় তিনি ৫ ই আগস্ট স্মরণ করে বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, শিক্ষার্থীরা, দিনমজুর, শ্রমিক, কৃষক, রিক্সা চালক সকল পেশার মানুষ অংশ নিয়েছিলেন, যারা স্বৈরাচার সরকারের নির্দেশে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং সেই শহীদদের স্মৃতি আমাদের ভোলার নয়, আমরা তাদের স্মরণ করব আজীবন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সরদার নুরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিরো মৃধা, যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরিফ টিটো, ছাত্রদলের সভাপতি আমিনুর ইসলাম সোহেল প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান নান্নু, সানজিদা হান্নান রাহেলা, মোঃ শফিকুল ইসলাম শফিক, হাসানুজ্জামান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রব্বানী, কাউম আহমেদ, এনামুল হক, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান জায়েদার, ইয়াকুব আলী মিয়া, তথ্য গবেষণা সম্পাদক মোঃ শহীদুল আলম মুন্না, দপ্তর সম্পাদক নুর বুরহান লিটন, অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন শরীফ, যুব সম্পাদক মুরাদ মৃধা, মানবাধিকার সম্পাদক ফাইফুজ্জামান লিটু, প্রচার প্রকাশনা সম্পাদক নাজমুল কাজী, জেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক মতিউর রহমান রনি, মহিলা দলের নেত্রী শিলা বেগম, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন খান, ছাত্রদলের সাধারণ সম্পাদক শিকদার সুজাউদ্দিন অপু সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon