মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
 

রাজবাড়ীতে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিশাল বিজয় র‍্যালি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৫

 

 ---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় শহীদ গনি শেখ স্মৃতি চত্বরে এক বিশাল বিজয় র‍্যালির আয়োজন করে রাজবাড়ী জেলা ও উপজেলা বিএনপি। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকাল সাড়ে ৪টায় গোয়ালন্দ মোড় শহীদ গনি শেখ চত্বরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।এ কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে মুখরিত হয় রাজপথ।

এ বিজয় র‍্যালির আয়োজক ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া।
র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি (স্কাইপে) বক্তব্য রাখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ট ও লন্ডন বিএনপির  সভাপতি এম এ মালেক।

প্রধান অতিথির বক্তব্যে এম. এ. মালেক খালেক বলেন,
“ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। আজকে তার বর্ষপূর্তিতে আমরা আবারো প্রমাণ করলাম—বাংলাদেশে জনগণের শক্তিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার দিন আর বেশি দূরে নয়। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে বিএনপি সবসময় সামনে থাকবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বাবু, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন,রাজবাড়ী জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো. আব্দুল মালেক, ছাত্র আন্দোলনে নিহত শহীদ গণির স্ত্রী লাকি, রাজবাড়ী জেলা ছাত্র দলের আহবায়ক  মো. আরিফুল ইসলাম রুমান,গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম শেখ,সাধারন সম্পাদক মোসারফ আহম্মেদ মোসা,পৌর বিএনপির সভাপতি মো. মজি মোলা,উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ছানোয়ার আহম্মেদ সহ হাজার হাজার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “আওয়ামী লীগের একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে দেশব্যাপী গণজাগরণ সৃষ্টি হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করতেই আজকের এই বিজয় র‍্যালি।”

রাজবাড়ী সদর উপজেলা বিএনপি, রাজবাড়ী পৌর বিএনপি, গোয়ালন্দ উপজেলা বিএনপি ও গোয়ালন্দ পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই বিজয় র‍্যালির আয়োজন করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon