![]()
মো:মুন্না শেখ, বাগেরহাট প্রতিনিধি
৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার সকালে বাগেরহাটের মোড়লগঞ্জে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলার পুরান থানা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এবিএম ওবায়দুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি কাজী খাইরুজ্জামান শিপন, তাতীদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ড:কাজী মনির, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ফারহানা জাহান নিপা সহ স্থানীয় বিএনপি’র অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
র্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, “৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনেই সৈনিক-জনতার ঐক্যে জাতীয় বিপ্লব সংঘটিত হয়, যা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ খুলে দিয়েছিলো।”
দিবসটি উপলক্ষে মোড়লগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে।



মন্তব্য