শনিবার, ৮ নভেম্বর ২০২৫
 

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে কর্ণফুলীতে বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫

---সাইফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি 

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্ণফুলী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য এস এম মামুন মিয়া।

তিনি বলেন, “আমি মাঠের কর্মী, সুখে-দুঃখে সবসময় আপনাদের সঙ্গে ছিলাম, আন্দোলনে ছিলাম। শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিটি কর্মসূচিতে রাজপথে ছিলাম।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে কর্ণফুলীর মাঠের ত্যাগী ও কারানির্যাতিত নেতাকর্মীদের বাইরে রেখে কেউ যদি দলীয় কার্যক্রম চালাতে চায়—তাদের উদ্দেশ্য সফল হবে না।”

ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য উল্লেখ করে মামুন মিয়া বলেন, “১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় আসেন। গণতন্ত্র ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় যারা এক হয়েছিল, আজ আমরা শ্রদ্ধাভরে তাদের স্মরণ করছি।”

তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দলের প্রাথমিক পর্যায়ের তালিকা দেখে কেউ হতাশ হবেন না। ধৈর্য ধরুন, সাহস রাখুন। আমরা বিশ্বাস করি, দুঃসময়ে যারা দলের হাল ধরেছিলেন, হাসিনা বিরোধী আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের কখনও হতাশ করবেন না।”

তিনি আরও আহ্বান জানান—সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করার।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী মো. ওসমান, সালেহ জহুর, এস এম ফারুক হোসাইন, কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর মেম্বার, সোলায়মান দোভাষী, আব্দুল কাদের সুজন, দক্ষিণ ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, উপজেলা বিএনপির সাবেক সদস্য আবু তৈয়ব কন্ট্রাকটর, এজাবত উল্লাহ, মনছুর উদ্দীন, মো. সালাউদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মঈন উদ্দীন টিপু, এটিএম হানিফ, শেখ আহমদ মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তাহের, মনির উদ্দিন মুন্সী, মো. সালাউদ্দিন, সেলিম খান, বিএনপি নেতা মাহমুদুর রহমান মান্না, আলমগীর বিন হোসাইন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শফিউল করিম, কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম শামিম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফারুক, সদস্য সচিব দিদারুল আলম, উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আব্দুল মন্নান, সদস্য সচিব বাহারুল বাহার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মনির উদ্দিন, জেলা ছাত্রদল নেতা শাখাওয়াত হোসেন মিশু প্রমুখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon