শনিবার, ৮ নভেম্বর ২০২৫
 

জবিস্থ সিরাজগঞ্জ জেলা কল্যান পরিষদের বার্ষিক ক্রীড়া উত্সব অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৫

---

আশিকুর রহমান, জবি প্রতিনিধি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ  জেলার শিক্ষার্থীদের সংগঠন সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের বার্ষিক ক্রীড়া উত্সব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৭ নভেম্বর ) বিশ্ববিদ্যালয়ের পোগোজ স্কুল মাঠে এই ক্রীড়া উত্সব অনুষ্ঠিত হয়। এতে ছেলেদের জন্য ক্রিকেট টুর্নামেন্ট ও মেয়েদের জন্য বল নিক্ষেপ এবং চেয়ার খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা কল্যান পরিষদের আহবায়ক সাদমান আমিন সাম্য ও সদস্য সচিব ইয়াসিন সাইফ।

ক্রিকেট খেলায় বিশ্ববিদ্যালয়ের ১৬,১৭,১৮,১৯ এবং ২০ তম ব্যাচ অংশ গ্রহণ করে। ফাইনালে ১৭ তম ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ১৯ ব্যাচ।

---

অনুভূতি প্রকাশ করে ১৭ ব্যাচের শিক্ষার্থী রাহাত বলেন, বিশ্বিবদ্যালয়ের নানান ব্যাস্ততার মাঝে নিজ জেলার মানুষগুলোর সাথে উৎসবমুখর মুহূর্ত কাটানোটা দিনশেষে অনেক স্বস্তির।এমন আয়োজন প্রতিনিয়ত হলে আমাদের ভ্রাতৃত্ব আরো দৃর হবে বলে আমি আশা করি।

সিরাজগঞ্জ জেলা কল্যান পরিষদের আহবায়ক সাদমান আমিন সাম্য বলেন,  “আমাদের চেষ্টা সবসময় আমাদের জেলার শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে। ক্রীড়া উৎসব সেই লক্ষ্যেই আয়োজন করা হয়। খেলার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে একতা ও সহযোগিতার মনোভাব সৃষ্টি হয়— এটিই আমাদের প্রধান উদ্দেশ্য।”

সদস্য সচিব ইয়াসিন সাইফ বলেন,  “জেলার শিক্ষার্থীদের একত্রিত করে আনন্দমুখর একটি দিন উপহার দিতে পেরে আমরা আনন্দিত। এই আয়োজনকে সফল করতে যারা পরিশ্রম করেছেন, অংশগ্রহণ করেছেন ও উপস্থিত ছিলেন— সবার প্রতি আমরা কৃতজ্ঞ। আগামীতেও এমন উদ্যোগ ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon