![]()
![]()
আলমগীর কবির,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও নজিপুর পৌর শাখার আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর ) বিকেলে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি।
নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান এর সঞ্চালনায়
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক মো.নজরুল ইসলাম ও মো.রমজান আলী সরদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা,নজিপুর পৌর মহিলা দলের সভানেত্রী মাহফুজা খাতুন প্রমুখ।
এর আগে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গৌরব ও ইতিহাস ও বিগত সরকারের নির্যাতন জুলুম এবং আগামী জাতীয় নির্বাচনকে সফল করতে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।



মন্তব্য