শনিবার, ৮ নভেম্বর ২০২৫
 

কাঁঠালিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫

------

ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকালে কাঁঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি কাঁঠালিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রেসক্লাব হয়ে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জননেতা গোলাম আজম সৈকত।

সভায় আরও উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান আকন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, রাজাপুরের সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আব্দুস শহীদ, সেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সহ-সভাপতি গোলাম কবির, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মালেক তালুকদার, সদস্য সচিব শহীদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী, উপজেলা মহিলা দলের সভানেত্রী লীনা পারভীন, জিয়া মঞ্চ উপজেলা শাখার সভাপতি এইচ এম বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খোকন, এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

র‍্যালি ও আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিন সৈনিক ও জনতার ঐক্য দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করেছিল।

অনুষ্ঠানে গোলাম আজম সৈকত বলেন, “বিপ্লব ও সংহতির চেতনাকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে।”

আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon