শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
 

তিলে রঙ মিশিয়ে প্রতারণা—গোয়ালন্দে প্রশাসনের অভিযানে ৫ মণ তিল বিনষ্ট

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে লাল তিলে কেমিক্যাল মিশিয়ে রোদে শুকিয়ে কালো তিল বলে সরবরাহ করার  অপরাধে প্রায় ৫ মণ ভেজাল তিল জব্দ করে বিনষ্ট করা হয়েছে এবং সেই সাথে অভিযুক্ত ব্যবসায়ী মো. ছাত্তার মোল্লা কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাথী দাস।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ৩ টার দিকে গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নছর উদ্দিন সরদার পাড়া এলাকার অভিযুক্তর বাড়ি পাশে  তার অভিযান চালিয়ে মাঠে শুকানো অবস্থায় প্রায় ৫ মন তিল জব্দ করা হয়।

জানা যায়, অভিযুক্ত আঃ ছাত্তার মোল্লা বিভিন্ন ধরণের খাদ্য শস্য হাট বাজার থেকে লাল তিল ক্রয় করে পাইকারি বিক্রি করার আড়ালে দেশের বিভিন্ন অসাদু ব্যবসায়ীদের সাথে যোগসাজস করে কালো রঙ মিশিয়ে ভালো করে রোদে শুকিয়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। এসব লাল তিলে কালো রং মিশিয়ে বেশী লাভ পাওয়া যায় বলে তিনি বিক্রি করেন।

ইউএনও সাথী দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি লাল তিলকে রং মিশিয়ে কালো করে বিক্রি করা হচ্ছে, এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে রোদে শুকানো অবস্থায় প্রায় ৫ মণ তিল জব্দ করে তা বিনষ্ট করা হয় এবং অভিযুক্ত আঃ ছাত্তার মোল্লাকে ২০০৯ এর ৫৩ ধারায় ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যাক্তি স্বীকার করেছেন তিনি আর এগুলো ভবিষ্যতে করবেন না, এরপর যদি আমরা আবার জানতে পারি তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মো. আব্দুল্লাহ আল মামুন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon