![]()
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার ফেস্টুন নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা মিছিল সহকারে কাউখালী উপজেলা চত্বরে হাজির হয়। পরে বিকাল ৪ টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কাউখালী দক্ষিণ বাজার থেকে বাজারের ভিতর হয়ে প্রধান সড়কটি প্রদক্ষিণ করে উত্তর বাজার গার্লস স্কুল সড়ক দিয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। দিবসটি উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ র্যালিতে অংশ গ্রহণ করেন। এ সময় কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবিররের নেতৃত্বে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ সহ-সভাপতি মনিরুজ্জামান, ফারুক হোসেন, বদরুদ্দোজা মিয়া, সংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার, রফিকুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর রহমান ফিরোজ,সদস্য সচিব মো: রাকিব তালুকদার, শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী,সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন,বিএনপি নেতা উজ্জ্বল প্রমূখ সহ পাঁচটি ইউনিয়নের বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও অন্যান্য অঙ্গ সংগঠনের হাজারের বেশি নেতাকর্মী র্যালিতে অংশগ্রহণ করেন।



মন্তব্য