বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
 

বোটানি ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মিম-মেহবুবা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ মে ২০২৫

 ---


আশিকুর রহমান, জবি প্রতিনিধি


দীর্ঘ ৬ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বোটানি ডিবেটিং ক্লাবের কমিটি ঘোষিত হয়েছে। কমিটির সভাপতি সাদিয়া আফরোজ মীম ও সাধারণ সম্পাদক জান্নাত মেহবুবা।


মঙ্গলবার (৬ মে) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহরিয়ার আহম্মদ ও মডারেটর অধ্যাপক ড. এ. এম. এম. গোলাম আদমের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষিত হয়।


কমিটির অন্যান্যদের মধ্যে সহসভাপতি মো: নাজিম শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান, দপ্তর ও অনুষ্ঠান সম্পাদক শায়েরুজ্জাম শান্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: সিয়াম আহমেদ শাওন ও অর্থ সম্পাদক পদে আজিজুল হাকিম ঘোষিত হয়েছেন।


এছাড়াও শাহরিয়ার তানভীর, আবু সালেহ মোহাম্মদ ফাহাদ, শেখ আশিকুজ্জামান, শারমিন আক্তার নূপুর, দীপায়ন সাহা দূর্জয়, সাদিয়া আক্তার সাথী, নিশাত খন্দকার, সামিরা আক্তার কার্যনির্বাহী সদস্য ঘোষিত হয়েছেন।


এ বিষয়ে কমিটির সভাপতি সাদিয়া আফরোজ মীম বলেন, “দীর্ঘ ৬ বছর পর বোটানি ডিবেটিং ক্লাবের কমিটি পেলাম আমরা। ২০১৯  সালের পর থেকে ডিপার্টমেন্টে ডিবেট নিয়ে আর কোনো কাজই হয়নি। নিজেরা চেষ্টা করে যতটুকু ডিবেট শিখেছি সেটা ডিপার্টমেন্টের জুনিয়রদের শেখাতে চাই।বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং বাইরেও যেন আমাদের ডিপার্টমেন্ট এর বিতার্কিকরা অনেক ভালো কিছু করতে পারে সেই চেষ্টা থাকবে আমাদের।  বিশ্ববিদ্যালয়ে বোটানি ডিবেটিং ক্লাবকে একটা স্ট্রং ক্লাব হিসেবে দাড় করানোই আমাদের মুল লক্ষ্য। “

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon