জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাদিকুর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি ঢাকার ধামরাই উপজেলার বরাটিয়া গ্রামের একটি মাদ্রাসায় অধ্যয়নরত ৫৩ জন এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি ও পায়জামা বিতরণ করেন।
বুধবার (৭ এপ্রিল) বেলা ৩ টায় ধামরাই বরাটিয়া মাদ্রাসার হাফেজ পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে এ কর্মসূচি পালন করেন তিনি।
এই মানবিক কার্যক্রমে অংশ নিয়ে সাদিকুর রহমান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে সবচেয়ে অগ্রগণ্য নাম। তাঁর আপোষহীন নেতৃত্ব ও ত্যাগে অনুপ্রাণিত হয়েই আজকের এই ক্ষুদ্র প্রয়াস।”
তিনি আরও বলেন, “যদিও তিনি বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন, দীর্ঘদিন ফ্যাসিবাদ ও একদলীয় শাসনের বিরুদ্ধে লড়াই করে তাঁকে কারাবরণ করতে হয়েছে। কিন্তু কোনো দিন অন্যায়ের সাথে আপোষ করেননি। এজন্যই দেশের সাধারণ মানুষ তাঁকে ‘আপোষহীন নেত্রী’ হিসেবে সম্মানিত করেছে।”
পোশাক বিতরণ শেষে শিক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। উপস্থিত মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও ছাত্রদল নেতার এই মানবিক কর্মসূচিকে সাধুবাদ জানান।
উল্লেখ্য, সাদিকুর রহমান ইতিপূর্বেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করে এসেছেন। বিশেষ করে গত রমজান মাসে তিনি বিশ্ববিদ্যালয়ের বাসে ইফতার বিতরণ করে অনেক প্রশংসা পান। একজন শিক্ষার্থী এবং মানবিক কাজে তাঁর এই ভূমিকাকে অনেকেই ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।
মন্তব্য