বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
 

র‍্যাব-৭ এর সিনিয়র এএসপি পলাশ সাহার আত্মহত্যা: চিরকুটে নিজের দায় স্বীকার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ মে ২০২৫

---

সাইফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি

র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে কর্মরত স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা নিজ অফিস কক্ষে নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

র‍্যাব সূত্রে জানা যায়, আজ বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সকাল সাড়ে ১১টার দিকে একটি অভিযান পরিচালনার উদ্দেশ্যে ক্যাম্পের অস্ত্রাগার থেকে নিয়ম অনুযায়ী পিস্তল সংগ্রহ করেন সিনিয়র এএসপি পলাশ সাহা। এরপর তিনি নিজ অফিসকক্ষে ফিরে যান।

মাত্র ১৫ মিনিট পর, আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গুলির শব্দ শুনে ক্যাম্পের অন্যান্য কর্মকর্তারা দ্রুত তার কক্ষে ছুটে যান। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে পলাশ সাহা লেখেন, আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ি না। আমিই দায়ি। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।

র‍্যাব-৭ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, সিনিয়র এএসপি পলাশ সাহা খুবই দায়িত্বশীল এবং পেশাদার কর্মকর্তা ছিলেন। তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। কী কারণে তিনি আত্মহত্যা করলেন, সেটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করে দেখছি।
এ ঘটনায় গোটা বাহিনীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon