বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
 

রূপগঞ্জে ভুলতা ফ্লাইওভার থেকে ছিনতাই হওয়া ৬০ ড্রাম তেল উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ মে ২০২৫

---

মোঃ রাকিব উদ্দিন ফয়সাল,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ থেকে ঢাকায় আসার পথে ভুলতা ফ্লাইওভারের উপর থেকে ৭৫ ড্রাম এডিবল অয়েলসহ দুটি ট্রাক ছিনতাইয়ের পর গত রাতে অভিযান চালিয়ে ৬০ ড্রাম উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বাকি তেল ও জড়িতদের উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে। ৬ মে মঙ্গলবার সন্ধ্যা থেকে ৭ মে  বুধবার সকাল পর্যন্ত এ অভিযানে ৩ জনকে ৬০ ড্রাম তেলসহ গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানা ওসি তদন্ত মোহাম্মদ  গোলাম মোস্তফা  বলেন, ভুলতা ফ্লাইওভারের উপর থেকে তেলবাহী ট্রাক ছিনতাই বিষয়ে অভিযোগ পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। এ সময় তারাবো হাটিপাড়া এলাকার মৃত করম আলীর ছেলে মকবুল, রূপসীর মৃত আফসার উদ্দিনের ছেলে  দেওয়ান আব্দুল বাতেন,  বরিশালের হিজলার ধূলখোলার শহিদ জমাদ্দারের ছেলে আনোয়ারা হোসেনদের   হেফাজত থেকে পৃথক স্থান থেকে ২ টি ট্রাকসহ ৬০ ড্রাম তেল উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযান ও আইনি প্রক্রিয়া  অব্যাহত রয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon