বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
 

জন্মদিনে নেতা -কর্মীদের ভালবাসায় সিক্ত বিএনপি নেত্রী সামিনা পারভিন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ মে ২০২৫

---


আলমগীর কবির,  পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ


জন্মদিনে  নেতা কর্মীদের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন নওগাঁ  জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি।


আজ বুধবার তার জন্মদিন হওয়ায় সকাল থেকেই আত্মীয় স্বজন সহকর্মী নেতা কর্মী শুভানুধ্যায়ী শুভাকাঙ্খীরা সরাসরি আবার অনেকে মুঠো ফোনে হোয়াট এ্যাপস মেসেন্জারে ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে  ফুলেল শুভাচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু সুস্থতা কামনা করেছেন  ।


সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পত্নীতলা উপজেলা শাখার নেতাকর্মীদের আয়োজনে নজিপুর সরদারপাড়া মোড় এলাকায় বিএনপির  দলীয় কার্যালয়ে জন্মদিনের কেক কেটে মিষ্টি বিতরণ ও দোয়া কামনা করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন  বিএনপির কেন্দ্রীয় কমিটির  কৃষি বিষয়ক সম্পাদক,  ৪৭ নওগাঁ -২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাবেক সংসদ সদস্য  সামসুজ্জোহা খান জোহা।

পত্নীতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ১ নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ২ রমজান আলী  থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাইজিদ রায়হান শাহীন,নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল কাদের, পৌর  বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক রক্তের ফেরিওয়ালা এজেড মিজান,  বিএনপি নেতা নবাব আলী,  সাদিকুল বারি,  রিচার্ড,পত্নীতলা উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়ম বেগম সেফা,নজিপুর পৌর মহিলা দলের সভাপতি মাহফুজা, ছাত্রদল নেতা সেকেন্দার আলী  সহ উপজেলা এবং ইউনিয়ন  বিএনপি র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।


  নেতাকর্মীদের ভালোবাসায় অভিভূত ও মুগ্ধ হয়ে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান   সামিনা পারভিন পলি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon