মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ায় কৃষকদের সুরক্ষায় গামবুট বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার, ৭ মে ২০২৫ দুপুর ১২টায় দৌলতদিয়ার ১২ নম্বর চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের ১৫০ জন কৃষক ও কৃষাণীর হাতে গামবুট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকনুজ্জামান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, দৌলতদিয়া ইউনিয়ন কৃষি কর্মকর্তা মো. ইমরান মাহমুদ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাজাহান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান এ সময় বলেন, “রাসেল ভাইপারের মতো বিষধর সাপ থেকে সুরক্ষায় কৃষকদের গামবুট পড়া অত্যন্ত জরুরি। মাঠে কাজ করার সময় সবাইকে সচেতন থাকতে হবে।” তিনি আরও জানান, ১৫০ জন কৃষক-কৃষাণীর মাঝে গামবুট বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত দেড় মাসে গোয়ালন্দ উপজেলার উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নের মজলিশপুর ও চর কর্ণশনাসহ কয়েকটি এলাকায় রাসেল ভাইপার সাপের কামড়ে ৩ জন কৃষক ও ১ জন কৃষাণী গুরুতর আহত হয়ে বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় চরাঞ্চলের কৃষকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
মন্তব্য