বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
 

পদ স্থগিত হওয়া নিজাম মীরবহকে দলীয় কার্যক্রমে যুক্ত করার প্রতিবাদে কাঁঠালিয়ায় বিএনপির মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ মে ২০২৫

---

ঝালকাঠি প্রতিনিধি
চাঁদাবাজির অভিযোগে পদ স্থগিত হওয়া কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজাম মীরবহকে দলীয় কার্যক্রমে যুক্ত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৭ মে) বিকেল ৪টায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নিজাম মীরবহকে জেলা বিএনপি চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় সব পদ থেকে অব্যাহতি দিয়েছে। এরপরও কিছু নেতা কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তাঁকে সঙ্গে নিয়ে দলীয় কার্যক্রম ও ভুয়া সদস্য নবায়ন ফরম বিতরণ করছেন।

বক্তারা বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল দল হলেও স্থানীয়ভাবে কিছু নেতার কারণে কাঁঠালিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগপন্থী নেতাদের পুনর্বাসনের মাধ্যমে ত্যাগী বিএনপি নেতাদের কোণঠাসা করা হয়েছে। সুবিধাবাদীদের প্রশ্রয় দিয়ে দলের ক্ষতি করা হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।

তাঁরা আরও বলেন, নিজাম মীরবহকে পুনরায় দলে ফিরিয়ে আনার যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে এবং যাঁরা এ সিদ্ধান্ত উপেক্ষা করছেন, তাঁদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন প্রবাসী নেতা গোলাম কবির, আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির নেতা ইলিয়াস কাজী, আলতাফ মাস্টার, রিপন সিকদার, ঈসমাইল, আমুয়া ইউনিয়নের যুবদল নেতা সুমন খলিফা ও চেচরীরামপুর ইউনিয়ন বিএনপির নেতা আতিক হোসেন প্রমুখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon